চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা সরকার নির্ধারিত সীমা অতিক্রম করে টেকনাফ সদর ও আশপাশের এলাকায় অবাধে ঘোরাফেরা করছে। এতে করে স্থানীয় সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক রোহিঙ্গা সদস্য যানবাহনের চালক, রাজমিস্ত্রি, জেলে বা কাঁচামালের ব্যবসায়ী পরিচয়ে থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
অভিযানের অংশ হিসেবে ২ বিজিবির সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করে। আটককৃতদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য এমন অভিযান নিয়মিত চালানো হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।”
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে তাদের যেকোনো ধরনের অননুমোদিত চলাচল রোধে বিজিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো […]