চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট
ইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন।
সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল মেম্বারের ৫বালুর পয়েন্ট। একটি বৈধ বাকী ৪ টি অবৈধ।
বাঘগুজারা ব্রীজ সংলগ্ন এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে যত্রতত্র বালু উত্তোলনের ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে,তেমনি ধ্বসে পড়ছে বাঘগুজারা সেতুর ফাইলিং ও কোনাখালী বেড়ীবাঁধ। হুমকির মুখে পড়েছে সিকদার পাড়ার রাস্তার ভাঙ্গন। এসব অবৈধ বালু উত্তোলন, স্লুইসগেইট দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয়রা বলেন কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ক্যাডার ও এমইউপি সদস্য ইফতেখার বকুলের নেতৃত্বে এলাকায় জমি দখল, প্রভাবখাটিয়ে স্লুইসগেইট দখল, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ রয়েছে