কচুয়ায় প্রবাসীর নিরাপত্তা ও সম্পদ রক্ষার্থে এলাকাবাসির মানববন্ধন
আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সৌদি প্রবাসী মো: জসিম উদ্দিনের বিরুদ্ধে তার ছোট ভাই সালাহ উদ্দিন ও তার বাহিনী কর্তৃক অব্যাহত হামলা-মামলা, হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী জসিম উদ্দিন ও তার পরিবার।
এ ঘটনায় প্রবাসীর নিরাপত্তা ও সম্পদ রক্ষার্থে শনিবার বিকেলে শিলাস্থান বাজারে এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।এলাকাবাসী মানববন্ধনে বক্তব্যে বলেন,প্রবাসী জসিম একই গ্রামের নুর মিয়া থেকে ২০০৭ সালে ১৫ শতক জমি ক্রয় করেছিলেন। জমি ক্রয় করে বিদেশে চলে যাওয়ার পর থেকে তার ভাই সালাহ উদ্দিন উক্ত জমি দখল করে নেয়, পরে এলাকাবাসীর সহায়তায় প্রায় ১০ টি সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করে জসিম উদ্দিনকে তাঁর জমি বুঝিয়ে দেয়া হয়। ১৯৯২ সালে জসীম উদ্দিনের উপার্জিত অর্থে সে তার পিতা আব্দুল কাদেরের নামে বর্তমানে মৃত অংশীদার হাসু বেগম থেকে ১২ শতক জমি কিনে দেন। যেহেতু জসীমউদ্দীন তার বাবার নামে ১২ শত জমি ক্রয় করেছেন সেহেতু বাবার জীবদ্দশায় তিনি আর সম্পত্তির মালিক হতে পারেননি বাবার মৃত্যুর পর জসীমউদ্দীন বাবার সম্পত্তির হিস্যা অন্য ভাইদের নিকট দাবি করলে তারা তাকে অংশ অস্বীকৃতি জানায়।এতেও গ্রামবাসী বারবার সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করে জসীমউদ্দীনকে তার হিস্যা বুঝিয়ে দেয়।
জসীমউদ্দীন তার বুঝে পাওয়া জমি চাষ করতে মাঠে গেলে গত এক মার্চ ২০২৫ শনিবার সালাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরাসহ লোকজন নিয়ে প্রবাসী জসিম উদ্দিন ও তার পরিবারকে মারধর করে।
সালাহ উদ্দিন আওয়ামী লীগের নেতা দাবি করে নিজ ভাই- ভাবি ও পাড়া-পড়শি সকলের সাথেই খারাপ আচরণ করত! সে সময় একই গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে আব্দুল মতিন কে তার অপকর্ম দেখে ফেলায় তাকে চাপাতি দিয়ে আঘাত করে বাম হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে! আওয়ামী লীগের ক্ষমতা ও দাপট দেখিয়ে তার বাবাকে জিম্মি করে ৫২ শতাংশ জমি তার নামে লিখিয়ে নেয়। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর সে গন অধিকার পরিষদে যোগদান করে এবং নিজেকে গণঅধিকার পরিষদের নেতা দাবি করে একই কায়দায় এলাকার মানুষের উপর নির্যাতন চালায়, এতে এলাকাবাসী তার উপর ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ বাসির কাছে তার বিচার চেয়েছে এবং এই বিচারের দাবিতে সিলাস্থান বাজারে মানববন্ধনে মিলিত হয়।