ইবির পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর-আরিফ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিমালয় কন্যা জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন ও আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, সুলতান মাহমুদ সুজন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল-আমিন, সায়ীদা তাফান্নুম সিদ্দিকা। সাংগঠনিক সম্পাদক ওয়ায়েস কুরুনী, সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিম, মিম্মাতুন নেহার, দপ্তর সম্পাদক রাশীদ শাহরিয়ার রিহান। সহ-দপ্তর সম্পাদক : সংগীত, অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ কামরুজ্জামান, সহ অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুল মজিদ মারুফ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: সৌরভ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোঃ বিপ্লব হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: তৌফিক ইমরোস, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক: নাযিকুর রহমান নোমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ওবায়দুল্লাহ আল আবিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ সাব্বির আহমেদ, সুশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: রাশেদুল ইসলাম রাকিব।
আলোচনা সভায় বিদায়ী সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে মিরপুর কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহসিন কবির। এছাড়াও সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ইবিস্থ অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “বাংলাদেশের উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়। বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের একটি বিষয়। আমাদের লক্ষ্য থাকবে এই সংগঠনকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল প্ল্যাটফর্মে পরিণত করা। আমরা চাই, আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও আত্মিক সম্পর্ক আরো সুন্দরভাবে গড়ে উঠুক। সেই লক্ষ্যে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
সভাপতি আবু জাফর বলেন, “আমি পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন আমাকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের তাওফিক দান করেন। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

হিন্দু-মুসলমান সবার ব্যক্তিক ও সামষ্টিক সত্তার ‘অভেদসুন্দর’ সাম্য সৃষ্টি করেছিলেন নজরুল- কবি আবদুল হাই শিকদার

Share the post

Share the postইবি প্রতিনিধি:দেশের বরেণ্য নজরুল গবেষক ও বাংলা দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, “নজরুর চিন্তায়ও যেমন ছিলেন তার কর্মেও তেমনটি প্রতিফলন ঘটেছে। তার যে সর্বমানবিকতা বোধ অর্থাৎ নারী-পুরুষ, হিন্দু-মুসলমান সবার ব্যক্তিক ও সামষ্টিক সত্তার ‘অভেদসুন্দর’ সাম্য সৃষ্টি করেছিলেন সেটা বিশ্ব সাহিত্যে খুবই গৌরবের। তাইতো তিনি চিরসুন্দর সাম্যবাদী কবি, সাম্যবাদের কবি। মঙ্গলবার […]

ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে উদ্ভাবনী বিজ্ঞান উৎসব

Share the post

Share the postইবি প্রতিনিধিঃকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ আয়োজন করেছেন শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২০ মে) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব এবং স্টল ভিজিট কর্মসূচি রাখা হয়েছে। দুপুরে ইবনে সিনা ভবনের ১০২ নং রুম এবং ফলিত রসায়ন ভবনের ১৪০ নং রুমে […]