ইবিতে ৩ বৈশাখ নববর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post
ইবি প্রতিনিধি:  বাঙালির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী বুধবার (১৬ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
রবিবার (১৩ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমান ও সদস্য-সচিব মো. শামীম আকতারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন বেলা ১১টায় র‌্যালি এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী ৩ বৈশাখ, ১৪৩২ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার বাংলা বর্ষবরণ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিভাগকে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সকাল ১১টায় প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শেষে ‘বাংলা মঞ্চ’-এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১ বৈশাখ (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী ৩ বৈশাখ নববর্ষ পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. […]