বগুড়ায় দুই শিশুকে নুডলসের লোভ দেখিয়ে কলাবাগানে ধর্ষণের চেষ্টা
এস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া শিবগঞ্জের মোকামতলায় নুডলস্ কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে এক ব্যক্তি। শুক্রবার (১৬ই মে) সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ- ঘটনা ঘটে। এ- ঘটনায় শনিবার রাতে (১৭ই মে) অভিযুক্ত আছামদ্দিন (৫৫) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক শিশুর মা। পুলিশ জানায়, গনেশপুর গ্রামের ওই দুই […]