সুনামগঞ্জে ভাতিজাকে খুনের দায়ে চাচার মৃত্যুদন্ড

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জে আপন ভাতিজাকে খুনের দায়ে চাচার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ছদরুল হোসেন চৌধুরী (৫৪)। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর দরগাপাশা গ্রামের আছাবুর রহমান চৌধুরীর ছেলে হাবিবুর কিবরিয়া চৌধুরী সেজু (৯) কে পারিবারিক ও জমি-জমা বিরোধের জের ধরে গলা কেটে হত্যা করে সেজুর আপন বড় চাচা ছদরুল হোসেন চৌধুরী। সেজুকে গলা কেটে হত্যা করে তার লাশ ধানের গোলার নিচে রেখে বসত ঘর তালাবন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক চাচা ছদরুল হোসেন চৌধুরী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ছদরুল হোসেন চৌধুরীর ঘরের ধানের গোলার নিচ থেকে সেজুর লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরীর বাদী হয়ে ছদরুল হোসেন চৌধুরীকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার ছদরুল হোসেন চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা করেন। মামলার দায়ের পর থেকে এবং আজ বুধবার রায় ঘোষণার সময়ও দন্ডপ্রাপ্ত ছদরুল হোসেন চৌধুরী পলাতক ছিলেন। তবে তার পক্ষে মামলা পরিচালনায় রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাড. শাহাব উদ্দিন চৌধুরী (২)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিখোঁজ সাংবাদিক মনিরুজ্জামান সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন।

Share the post

Share the postগত কয়েক দিন ধরে নিখোঁজ থাকা দৈনিক কালবেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান (৩৩) সুস্থ ও নিরাপদ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে পরিবারের সাথেই অবস্থান করছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে যারা তার খোঁজে উদ্বিগ্ন ছিলেন, সহমর্মিতা দেখিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সবার […]

আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটির অফিস পরিদর্শনে ইবির ভিসি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শুক্রবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর আমন্ত্রণে তিনি এই পরিদর্শনে যান। এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর সাথে এক বৈঠকে মিলিত হন এবং উভয়ের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ডায়রি […]