সন্দ্বীপ জেলা চাই ডাঃ সালেহা কাদের
মোঃ ফায়েল খান, (সন্দ্বীপ প্রতিনিধি)।
ভাসানচর সাবেক নেমস্তি ইউনিয়ন আমাদের সন্দ্বীপ উপজেলা থেকে কেড়ে নেওয়ার দুঃখ সন্দ্বীপের প্রতিটি মানুষের আমরন থাকবে । তিনি বলেন সন্দ্বীপের দুঃসময়ের একজন সাব মিয়ার অভাব সকলে অনুভাব করছি।
হে দুজাহানের মালিক আমরা নদী ভাঙা সন্দ্বীপদের বেদনা তোমাদের কাছে রাখলাম ।তুমি আমাদের দয়া করো ।আমাদের পথ দেখাও ।
আমরা আমাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিয়ে সন্দ্বীপ কে সন্দ্বীপ কে আলাদা জেলা করার যথোপযুক্ত কর্তৃপক্ষের দাবি ও আবেদন করছি।
আমাদের সন্দ্বীপের ইতিহাস সংস্কৃতি হাজার বছরের ঐতিয্যবাহী । চট্রগ্রাম ও নোয়াখালী সৃষ্টির হাজার বছর আগেও সন্দ্বীপদের সংগ্রাম ঐতিহ্য আভিজাত্যের ঐতিহাসিক দলিল আছে। না চট্রগ্রাম আমাদের স্বার্থ দেখে না নোয়াখালী। আমাদের সংস্কৃতি ঐতিহ্য এদের দুটির কোনটার সাথে যাই না । তাই আমাদের সন্দ্বীপ কে জেলা করে দেন।
আমাদের সন্দ্বীপদের সংগ্রামশীলতার ইতিহাস বহু পুরানো ।
আমরা কথা দিচ্ছি আমাদের সন্দ্বীপরা সকলের অবস্থান থেকে কাজ করে সন্দ্বীপ কে পর্যটনের আধুনিক পরিকল্পিত শরহ সরকারকে উপহার দিবো ইনশাআল্লাহ।
তাই আমাদের সকলের জোর দাবী আমাদের সন্দ্বীপ কে জেলা করে দেন।