বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহপ্রদান উদ্বোধন বিষয়ক উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

Share the post

মেজবাহ ফাহাদ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন বিষয়ে বহুল প্রচারের জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেসক্লাব সভাপতি এইচ এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, জাগরণী টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পন প্রতিনিধ শামীম আহসান মল্লিক, গাজী টেলিভিশন ও কালেরকন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দৈনিক জনতা প্রতিনিধি রাজিব আহসান রাজু, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক বর্তমান কথা ও চ্যানেল ২১ প্রতিনিধি মেজবাহ ফাহাদ, গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল, পিরোজপুরের কথা মল্লিক আবুল কালাম খোকন, খুলনা অঞ্চল প্রতিনিধি এম পলাশ শরীফ।

মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে মোরেলগঞ্জ প্রেস ক্লাব এর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান সহ সুধিজন উপস্থিত ছিলেন,

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]