চট্টগ্রাম ও কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২
চট্টগ্রাম ও কক্সবাজারে আলাদা বন্দুকযুদ্ধে মারা গেছে দুইজন।
রোববার (২৬ জানুয়ারী) কক্সবাজারে বন্দুকযুদ্ধ হয় ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ে। পুলিশের দাবি, অভিযানে গেলে সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে তাদের গোলাগুলি হয়। ১০ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ নাসির মুন্না নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে, চট্টগ্রামের বাঁশখালির বাণীগ্রাম লটমনি পাহাড়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মোরশেদ আলম নামে একজন। র্যাবের দাবি, তিনি ৩১ জেলে হত্যা মামলার অন্যতম আসামী।