শেষ হলে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ও জাতীয় রক্তদাতা দিবস উদযাপন-২০২০

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): অনুষ্ঠানটি শুরু হয়, ২রা নভেম্বর ২০২০খ্রি: রোজ:সোমবার,বিকাল :৩টায়, স্খান: বিসমিল্লাহ প্লাজা, ইসলামী ব্যাংকের সামনে,সেনের হাট,সন্দ্বীপ। সভাপতির অনুমতিক্রমে, পবিত্র কোরআন তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,কোরআন তিলোয়াত করেন,ফোরামের ধর্ম বিঃ সম্পাদক: হাফেজ মোঃ আব্দুল হালীম, সভাপতিত্ব করেন :সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সভাপতি কোরবান আলী। আব্দুল করিম আলো ও মোঃ তালিম এরঃ উপস্থাপনা ও সঞ্চালনায়:অনুষ্ঠানের যাত্রা শুরু হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ ফজলুল করিম(উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:ইঞ্জিনিয়ার খোদাবক্স সাইফুল(উপদেষ্টা:সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিসনুপদি রায়(প্রধান শিক্ষক:আজিমপুর স্বাস্থ্য অফিসার:রিয়াজ উদ্দীন রোবেল(সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার। মোজাহারুল ইসলাম(ব্যবস্থপনা পরিচালক:উত্তরা ব্যাংক সন্দ্বীপ শাখা),আব্দুর রহমান সুমন (ব্যবস্থাপনা পরিচালক(প্রাইম লাইফ ইঞ্চুরেন্স লি; সন্দ্বীপ শাখা) ইসমাইল হোসেন মনি(বিজয় টিভি:সন্দ্বীপ প্রতিনিধি),গোলাম মর্তুজা(শিক্ষক),আবুল হাশেম(অর্থ সম্পাদক-সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ) পুষ্পেনদু মজুমদার(প্রতিঠাতা:রক্তিম ব্লাড ডোনার সোসাইটি),ওমর ফারুখ ফিরুজ(সাবেক সভাপতি- সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম) আব্দুর রহমান ইমন(সাবেক আইটি সম্পাদক-SBDF),নজরুল ইসলাম শাহীন(কৃষিবীদ), নজরুল নাঈম,ইয়াছিন আরাফাত(সন্দ্বীপ ব্লাড ব্যাংক), আদনান মাসুম(ইয়ুথ ব্লাড ফাইটার্স)আরিফুর রহমান অভি,মাহবুবুর রহমান(সদস্য-SBDF) টিপু সুলতান(অর্থ সম্পাদক-SBDF), সিয়াম চৌধূরী(সদস্য),জাহিদ শাহারিয়ার শাকিল(আইটি সম্পাদক-SBDF), শেখ রোবেল (সাধারণ সম্পাদক-SBDF), আরো উপস্থিত ছিলেন:বাদল রায় স্বাধীন(SN.TV-সন্দ্বীপ প্রতিনিধি) আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপের স্বেচ্ছাসেবী অন্যান্য সংগঠন গুলো থেকে আগত বিভিন্ন সদস্য বৃন্দ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ:(সন্দ্বীপ সোসাইটি অস্ট্রিলিয়া) এর পক্ষ থেকে, সন্দ্বীপপ ব্লাড ডোনার ফোরামের ৩য় বর্ষপূর্তিতে উপহার হিসেবে :নভেম্বর মাসে যে সকল ফরম পূরনকৃত সদস্য রক্তদান করবে,বিজয় দিবসে, তাদেরকে ১টি করে টি শার্ট দেয়া হবে, ব্লাড গ্রুপের সাথে রেখে। ফোরামের প্রধান উপদেষ্টা বলেন:সন্দ্বীপের সকল সামাজিক সংগঠন গুলো যে ভাবে মানবতার কাজ করে যাচ্ছে,যা সত্যি প্রশংসনীয়, তিনি আরো বলেন SBDF শুধু সন্দ্বীপ নিয়ে নয়,সারা বাংলাদেশে রক্তদান সহ সকল ধরণের সামাজিক কাজ করছেন,এবং করে যাবেন।এবং গভীর ভাবে স্মরণ করেন SBDF ফোরামের প্রতিষ্ঠাতা:(প্রবাসী)আব্দুর রহিম কে। যার ভালোবাসায়, আজকের এই ফোরামের উৎপত্তি।অত্র সংগঠন টি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত ৮,৫০০০০টাকা সামাজিক কাজে ব্যয় করেন।এবং ১০,০০০ লোককে রক্তের গ্রুপ পরিক্ষা করতে সক্ষম হয়,৬৫০০+ ব্যাগ রক্তদান করেছে। ফোরামের বর্ষপূর্তিতে উপহার হিসেবে ৫০টাক মাটি সাদগায়ে জারিয়া হিসেবে, উপহার দিচ্ছেন(উমমুল কোরআন মাদ্রাসা-বাতেন মার্কেট) সব শেষে সংগঠনের উত্তারত্তর কামনা করে,মাওলানা শরীফ হায়দার মুনাজাতের মাধ্যমে,সভাপতির অনুমুতি ক্রমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]