

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি):আজ চট্রগ্রাম থেকে সন্দ্বীপ ৫নং ওর্য়াডের কর্ণেল মহসিন সাহেবের ভাতিজার স্ত্রীর লাশ বহন করতে দেয়নি কুমিরাঘাটে এমন অভিযোগ পাওয়া গেছে। তারা বলে ঘাট কর্তৃপক্ষের নিষেদ আজ আর স্পীড বোট চলবে না।রিজার্ভ ভাড়াও তাড়া দেয় নি পরে মোটা অংকের টাকার দাবি করে লাশ আনতে লালবোট। পরে লাশের স্বজনেরা তাদের শর্ত মেনে নেয়। যখন লাল বোটে করে লাশ নিয়ে পাড়ি দেয় ঠিক তখনি স্পীড বোট ছাড়ে সন্দ্বীপের উদ্দেশ্য করে।ভোক্তাভোগী হলেন পৌরসভা ৫নং ওর্য়াডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা ছিদ্দিকুর রহমানের স্ত্রী এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা মোঃ বোরহান উদ্দীনের মায়ের লাশ।
এর আগে তারা বলে ঘাটকর্তৃপক্ষের নিষেদ আজ আর স্পীড চলবে না। কিন্তুু লালবোটে মোটা অংকের টাকা নিয়ে লাশ নিয়ে যখন সন্দ্বীপের উদ্দেশ্য করে স্পীড বোট ছাড়ে ঠিক তার ১০ মিনিট পর তারা স্পীড বোট ছাড়ে।
তখন কে দিছে স্পীড বোট ছাড়ার অনুমতি এই জবাব ছাড়ছেন লাশের স্বজনেরা।
আর কত হয়রানি হবে সন্দ্বীপের সাধারন জনগন। কবে বন্ধ হবে তাদের এই ধরনের নির্যাতন তা জানতে চাই লাশের স্বজনেরা।