সন্দ্বীপ থানার এস আই কাউসারের লাথিতে ৫ মাসের গর্ভবতী নিপার গর্ভস্থ সন্তান নষ্ট হওয়া পথে

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৮ নং ওর্য়াডে সিভিল পোশাকে আসামী ধরতে যাওয়া এস আই কাউসারের লাথিতে নিপার ৫ মাসের গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার পথে। সন্দ্বীপ ভাতিজার বিরুদ্ধে চাচার সাজানো মামলার আসামী কে ধরতে গিয়ে আসামীর গর্ভবতী বোন কে লাথি মারেন এস আই কাউসার যার ফলে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার পথে। সন্দ্বীপ পৌরসভা ৮নং ছিদ্দিকের বাড়িতে ঘটেছে এ ঘটনা এলাকার সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার জানান সন্দ্বীপ মেডিকেল চিকিৎসাধীন ছিল নিপা। পরের দিন নিপার অবনতি দেখে তাকে চট্রগ্রাম মেডিকেল রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। সন্দ্বীপ মেডিকেলে নির্যাতনের বর্বনা দিতে গিয়ে নিপা বেগম জানান হঠাৎ করে সিভিল পোশাকে আশা ৪ জন পুলিশের মধ্যে ৩ জন আমার ঘরে আসে এবং কাউসার নামে একজন আমাকে মারধর করতে শুরু করে শরীরের ভিবিন্ন জায়গায়। এক পর্যায়ে আমার পেটে লাথি মারার সাথে সাথে আমার গোপনাঙ্গ দিয়ে পানি ঝড়া শুরু করে আমি চিৎকার করে আমি গর্ভবতী জানালেও আমাকে মারতে থাকে তখন আমার মাও তাদেরকে বলে আমার মেয়ে গর্ভবতী মারতে নিষেদ করলেও ওরা আমার মাকেও মারধর করে। সন্দ্বীপ মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে সেদিন সন্ধ্যা পর্যন্ত আল্ট্রাসনোগ্রাফিতে সন্তানের অবস্থা ভালো ছিল আজ অবস্থা অবনতি হলে ডাঃ ফজলুল করিমের সিদ্ধান্তে নিপাকে চট্রগ্রাম ম্যাক্স হসপিটাল পাঠান উন্নত চিকিৎসার জন্য। এ ব্যাপারে ডাঃ ফজলুল করিম বলেন অবস্থা অবনতি হয়েছে এবং বাচ্চার অবস্থা জানতে অনেক গুলা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে তাই আমি রোগীকে চট্রগ্রাম রেফার করছি। সন্দ্বীপ থানার ওসি বশিউর রহমান আহম্মেদ খান ঘটনান সত্যতা স্বীকার করে বলেন ঘটনার সাথে জড়িত এস আই কাউছারকে আমরা অভিযানে পাঠাইনি এবং সে সিভিল পোষাকে সেখানে গিয়াছে সেটা প্রমানীত হওয়ার পর তাৎক্ষণিক ভাবে তাকে আমি ক্লোজড করছি। আজ সকাল এস আই কাউসার সন্দ্বীপ ত্যাগ পুলিশ লাইনে রির্পোট করবে। তিনি আরো বলেন আমি সন্দ্বীপ শান্তি রক্ষার জন্য এসেছি। তাই আমি তার বিরুদ্ধুে প্রাতিষ্ঠানিক কঠোর শাস্তির ব্যবস্থা করবো এবং ক্ষতিগ্রস্থ মহিলার সকল ব্যয়ভার নিব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]