“পুরানো পথেই এখন নতুন ধারা, স্বাস্থ্য খাতে এবার দিব নাড়া!”
চট্টগ্রাম প্রতিনিধিঃ এই করোনা মহামারীতে আরশেদুল আলম বাচ্চুর পরিচালনায় মধ্যবিত্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, ফ্রী সবজি বাজার, ঈদে উপহার সামগ্রী পৌছানো, এবার চিকিৎসা সংকটে নতুন উদ্যোগ ফ্রী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে..

চট্টগ্রামের বর্তমান স্বাথ্য ক্ষাতের ভঙ্গুর দশা হতে পরিত্রাণের লক্ষে সাধারণ নন কোভিট রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রী চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে আলহাজ্ব এ, বি, এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজনে.. আজ ৭নং ওয়ার্ডের নাজির পাড়ায় “ফ্রী চিকিৎসা” সেবা কার্যক্রম চালু করা হয় চিকিৎসা সেবা প্রদান করেছেনঃ-

ডাঃ ইমাম আরিফ এমবিবিএস (মেডিসিন) ও ডাঃ দীপঙ্কর সুশীল ডিএমএস ফার্মাসিস্ট। পর্যায়ক্রমে এটি সমগ্র চট্টগ্রাম জুড়ে করা হবে। উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক আরজু ইসলাম বাবু, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, মহানগর যুবলীগ নেতা ইমতিয়াজ মনি, পাচলাইশ থানা ছাত্রলীগ নেতা, নুরুল বশর বিপলু, নুর ফয়সাল রেজা, সাবিদ জাওয়াদ নাদিম, আনিস মাহমুদ, খান রাশেদ,সাজ্জাদ হোসেন,আরিফ হোসাইন,সাফায়েত হাসান,মোহাম্মদ সাজিদ,নাঈম ইসলাম প্রমুখ। পৃষ্ঠপোষকতায়.. সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু
