১০৮ জনকে চাল বিতরন করেন চেয়ারম্যান আলিমুর রাজী টিটু
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): আজ ১৮ মে কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলিমুর রাজী টিটু কালাপানিয়া ইউনিয়নের জনগনের মধ্যে ১০৮ পরিবারকে ৩০ কেজি করে ভিজিভির চাল বিতরণ করেন। বিতরণ করেন কালাপানিয়া ইউনিয়ন পরিষদে এবং বিতরনে উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু সহ কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। বর্তমান সব ধরনের সরকারি বেসরকারি বিতরনে চেয়ারম্যানের গুরুত্বর্পূন অবদান রাখেন। অসহায় কালাপানিয়া জনগনের পাশে সব-সময় পাশে থাকেন কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান । ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে সব-সময় এলাকার জনগনের পাশে থেকে জনগনকে সাহায্যে ও সহযোগীতা করে মানুষের মন জয় করার জন্য