স্বপ্নিল চট্টলা এর উদ্দোগে ভাসমান পথচারিদের ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন।
নিউজ চ্যানেল২১ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে স্বপ্নিল চট্টলা সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ভাসমান পথশ্রমিকদের মাঝে ও উপলব্ধি ফাউন্ডেশনের প্রায় দুইশ বাচ্চাদের মাঝে ইফতার বিতরন করা হয়। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙা বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিল্পব,রোটারিয়ান আবু হাসনাত চৌধুরি,জাহাঙ্গীর আলম , তানভির আহমেদ রিংকু,স্বপ্নিল চট্টলা এর প্রতিস্টাতা ইসমাইল বিন আজিজ,সদস্য মোঃ মোবারক,সদস্য রাকিব,সদস্য মোস্তাফিজ সহ অনেকে।

এসময় বক্তারা দেশের এই ক্রান্তিকালীন সময়ে স্বপ্নিল চট্টলার এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।ভিন্ন ভিন্ন উক্তিতে তারা বলেন দেশে ইতিহাস বলে দেশের চরম দূরাবস্থায় তরুণরা হাল ধরেছে,তরুণরাই পারে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে।তাঁরা সবসময় স্বপ্নিল চট্টলার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনটির সভাপতি ইসমাইল আজিজ আলভি বলেন আমরা করোনা ছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আাছি,করোনা শুরু হওয়ার পর থেকে ব্যাক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে প্রায় হাজার খানেক মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।দেশে যতদিন এই মহামারি থাকে ততদিন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।