জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়াল চ্যানেল২১ টিভির সন্দ্বীপ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদন: চ্যানেল২১ টিভির সন্দ্বীপ প্রতিনিধি মোঃ ফায়েল মাহামুদ জন্মদিন উদযাপন করলো ঠিক ভিন্ন ভাবে সে তার জন্মদিন উৎসার্গ করলো অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করে। ৬ মে ফায়েল র ২১ তম জন্মদিন আর জন্মদিন পালন করলো ঠিক ভিন্ন ভাবে বর্তমান মহামারি করোনা ভাইরাসের কারনে সারা সন্দ্বীপ লক ডাউনে তাই অসহায় মানুষের পাশে থেকে অসহায় ২৫ পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ করলো ফায়েল মাহামুদ । তবে সে এখনো ছাত্র সে বর্তমান অর্নাস পড়ে এবং পেশায় এক জন সাংবাদিক । ধন্যবাদ ফায়েলের মতো মানবতার প্রেমিক ভাইদের যে তার জন্মদিনে ভালো কাজ করে অসহায় ২৫ টি পরিবারের মুখে হাঁসি ফুটায়। সন্দ্বীপ নয় সারা দেশে যদি এমন প্রতিভা বান মানকবতার প্রেমিক থাকতো জন্মদিনে কেক কেটে নয় বরং সে টাকা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতো। ফায়েলের সাথে কথা বলে জানা গেছে সে তার জন্মদিন কে ভিন্ন রুপে উদযাপন করার জন্য ভিন্ন পরিকল্পনা করছে এবং তারর পরিচিত বড় ভাই ও বন্ধুদের সহযোগীতা কামনা করছি এবং যে যা পারছে তা দিয়ে তাকে সহযোগীতা করছে এবং বাকি গুলো দিয়ে সে দায়িত্ব নিয়ে ও গোপনে রাতের আঁধারে বাড়ি বাড়ি যাই ২৫ টি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী পৌছে দিছে। ধন্যবাদ ফায়েল কে এই মহামারি লক করোনা ভাইরাস ও ঝড় বৃষ্টি কে ভয় না করে মানুষের মন জয় করার জন্য ধন্যবাদ তরুন মানব প্রমিক ফায়েল কে