মধুখালীতে জমজমাট সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রীড়া অফিস ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বৃহস্পতিবার দুপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার। প্রধান অতিথি ছিলেন মোঃ আবু রাসেল, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরফানুর রহমান সরকারি কমিশনার ভূমি, মধুখালী মোঃ নুরুজ্জামান অফিসার ইনচার্জ, মধুখালী মোঃ আঃ আউয়াল আকন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রতিযোগিতায় মধুখালী উপজেলার ৭টি প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে দেখা যায়,
সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয় ছয়টি ইভেন্টে প্রথম হয়ে সর্বোচ্চ পুরস্কার অর্জন করে।
দ্বিতীয় অবস্থানে ছিল গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, তারা পাঁচটি ইভেন্টে প্রথম হয়।
এছাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ও মথুরাপুর উচ্চ বিদ্যালয় দুইটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এই ধরনের প্রতিযোগিতা থেকে নতুন প্রতিভাবান সাঁতারুরা উঠে আসবে এবং ভবিষ্যতে জেলা-দেশের সুনাম বয়ে আনবে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ফরিদপুরে গলায় রশি দিয়ে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

Share the post

Share the postমোঃ সজল মন্ডল, ফরিদপুর: ফরিদপুরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ অসীম আকরাম (২৮) নামে এক যুবক। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার বর্ণমালা-১১ ভবনের দ্বিতীয় তলার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত অসীম আকরাম স্থানীয় খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অসীম আকরাম বৈদ্যুতিক তার ও বিছানার চাদর ব্যবহার […]

ফরিদপুরের ভাঙ্গায় থানা ও সরকারি দপ্তরে ব্যাপক হামলা

Share the post

Share the post মোঃ সজল মন্ডল ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গায় থানা ও সরকারি দপ্তরে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার সময় ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের সীমানা নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।গতকাল ৯০ জনকে আসামি করে ভাঙ্গা […]