ছয় বন্ধুর ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেলো শতাধিক পরিবার।
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) দেশের বর্তমান কোবিড ১৯ (করোনা ভাইরাস) পরিস্থিতিতে গরিব-দুখী,অসহায়-খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ছয় বন্ধু খাদ্য সামগ্রী বিতরণ এর সিদ্ধান্ত নেন। ঐ ছয় বন্ধুর গ্রামের বাড়ী জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নে হলেও ওরা শহরের বাসিন্দা। কলেজ ভার্সিটিতে লেখাপড়ায়। তাদের আর কিইবা করার আছে ? না মন আর মনোবল তাদের কিন্তু অফুরান,,। তাই তাদের সামর্থ্য অনু্যায়ী অস্থায়ী বেকার ও খেটে খাওয়া চারপাশের অসহায় মানুষের পাশে দাড়াবার প্রত্যয় নিলো, না আমাদের এখানে কেউ না খেয়ে মরতে দেব না।এদের মুখে হাসি ফুটলে এটাই হবে তাদের স্বার্থকতা এই লক্ষ্যে তারা কাজ করেন। ছয় বন্ধু আবিদ চৌধুরী,ছামী চৌধুরী, রমজান আহমেদ তপাদার, কাওসার আহমেদ, মো এইচ আর আশরাফ, মোঃ রেদুওয়ানুল হক মিলে তাঁরা তাঁদের নিজেদের মধ্যে চাঁদা তুলে গ্রামের ঐ সকল পরিবারের মধ্যে বাড়ীতে বাড়ীতে গিয়ে উপহার সামগ্রী পৌছে দিয়ে তাঁরা যেন স্বস্থির নিঃশাষ নিলো। তোমাদের দেখে হয়তো অন্য করো সাহায্য করার মন-মানসিকতা তৈরি হবে জয় হোক তোমাদের। জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের।