জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না- ডা: সালাউদ্দিন বাবু

Share the post
মো: শাকিল শেখ সাভার (ঢাকা): ৫ আগস্টে আশুলিয়ায় ছয়জন ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। এদের মধ্যে একজন তখনো মারা যায়নি। তাকে চিকিৎসা না দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এব্যাপারটা খুবই অলৌকিক এবং ভয়াল। ৫ তারিখে যেদিন সেখ হাসিনা অলরেডি ভারতে আশ্রয় নিয়ে গেছেন, এরকম একটি সেনসেটিভ ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্যই আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা অর্গানাইজড করো,আমরা কিছু বলবো বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুরস্থ দারুল ইহসান মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভার অনুষ্ঠানস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই অনুষ্ঠানে বিএনপির শ্লোগান, ব্যানার, ফেস্টুন, ছবি এগুলা রাখা যাবে না। কারণ এই শহীদরা, এই পরিবার, জাতির সন্তান, তাঁরা বীর। তাই তাঁদেরকে কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না। আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব তাঁদের সম্মাননা দেওয়া এবং বিশেষ দিনে স্মরণ করা। তাই এখানে কোন দলীয় ফ্লেভার থাকবেনা,তবে দলীয় লোকের অংশগ্রহণ থাকবে, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।
তিনি এসময় বলেন, ২০০৬ সালের পরে ঢাকা-১৯ তথা সাভার-আশুলিয়ায় এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। যা আগে কখনো হয়নি। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জনসভাস্থল পরিদর্শনকালে এসময় ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখ প্রমুখ সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল (বুধবার) আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভা” অনুষ্ঠিত হবে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post

Share the postমো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে […]

ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে […]