মাভাবিপ্রবিতে ‘মার্চ ফর মাকসু’ কর্মসূচি পালন
সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবহেলা এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা।”
তারা তিন দফা দাবি তুলে ধরেন:
১. স্বচ্ছ গঠনতন্ত্র প্রণয়ন
২. নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ
৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “মাকসু আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা যে কোনো মূল্যে তা আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ। ক্যাম্পাসে ভারসাম্যপূর্ণ রাজনীতি এবং প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য ছাত্র সংসদের বিকল্প নেই।”
আইসিটি বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, নেতৃত্ব গড়ার ক্ষেত্রও। ছাত্র সংসদ শিক্ষার্থীদের কণ্ঠস্বর ও অধিকার আদায়ের প্রধান প্ল্যাটফর্ম।”
সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু বলেন, “গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও প্রশাসন ছাত্র সংসদ প্রতিষ্ঠায় কোনো পদক্ষেপ নেয়নি। এটি অত্যন্ত হতাশাজনক। আমরা বলেছি, ৩১ জুলাইয়ের মধ্যে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
উল্লেখ্য, এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।