ইবির বাসচাপায় নিহত পুলিশ সদস্য

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় নিহত হয়েছেন দায়িত্বরত পুলিশের এক সদস্য। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩০) কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজির আহম্মেদ বলেন, “সকালে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, “দুর্ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আইনি প্রক্রিয়া বা সার্বিক বিষয়ে আগামীকাল (২৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ হবে। কোনো ধরনের অবহেলা বা অন্য কিছু ত্রুটি ছিল কিনা যাছাই করতে আমাদেরকে পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টাকায় মেলে প্রসূতি রোগীর সেবা: প্রভাব খাটিয়ে ২৬ বছরে অন্যের পদে কুসুম রানী পাইক ॥ ২ কোটি ৩৪ লাখ টাকা বাণিজ্য

Share the post

Share the postকবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাব খাটিয়ে অন্যের বাগিয়ে নিয়ে বাণিজ্যের। আখড়া বানানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক। গত সোমবার এক ভুক্তভোগী নারীর তথ্যপ্রমাণে এমনটাই পাওয়া গেছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বিগত ২৫/২৬ বছর আগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া […]

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]