নতুন নেতৃত্বে ইবি’র জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটি’র ২০২৫-২৬ সেশনে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা পারভিন টিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিস সেতু খানম নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুরে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল হক সিদ্দিকী কর্তৃক এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিসেস জান্নাতুল তামান্না ও রহিমা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস মারিয়ম আক্তার চৈতি, কোষাধ্যক্ষ জারিন আক্তার মিম, যুগ্ম কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, অফিস সম্পাদক শম্পা আক্তার, যুগ্ম দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা সিগমা, লজিস্টিকস সেক্রেটারি নওশিন শর্মিলী এবং নির্বাহী সদস্য সাদিয়া সিদ্দিকা।
হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মিস সেতু খানম বলেন, “বিতর্ক বরাবরই আমার অত্যন্ত পছন্দের একটা প্লাটফর্ম। সময়ের পরিক্রমায় আজ অনেক বড় একটা দায়িত্ব কাধে এসে পড়েছে। বর্তমান কমিটির প্রতিটা মেম্বার অনেক বেশি এক্টিভ এবং ডেডিকেটেড। তাদের চোখে জুলাই – ৩৬ হল ডিবেটিং সোসাইটির জন্য ভালো কিছু করার আকাঙ্ক্ষা দেখি। তাই সবাইকে নিয়ে যেন একসাথে হল ডিবেটিং সোসাইটির জন্য কাজ করতে পারি এবং ভবিষ্যতে দেশসেরা ডিবেট ফিস্ট গুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।”
সভাপতি আফসানা পারভিন টিনা বলেন, “জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সাথে আমার যাত্রা তিন বছরের বেশি।আমার কাছে এই ডিবেটিং সোসাইটি একটা আবেগের জায়গা। ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল এই সবকিছুর চাপে থেকেও ডিবেটের জন্য সময় কখনো কম পড়ে যায়নি। সময়ের পরিক্রমায় এতো গুরুদায়িত্ব কাঁধে এসে পড়েছে। আমার এই দায়িত্ব যেনো সম্মানের সাথে যথাযথভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটি পূর্বের অর্জন গুলো সাথে রেখে পরবর্তী প্রজন্ম যেনো সাফল্যের সাথে বিতর্কের অঙ্গনে বিচরণ করতে পারে এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাবো”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টাকায় মেলে প্রসূতি রোগীর সেবা: প্রভাব খাটিয়ে ২৬ বছরে অন্যের পদে কুসুম রানী পাইক ॥ ২ কোটি ৩৪ লাখ টাকা বাণিজ্য

Share the post

Share the postকবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাব খাটিয়ে অন্যের বাগিয়ে নিয়ে বাণিজ্যের। আখড়া বানানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক। গত সোমবার এক ভুক্তভোগী নারীর তথ্যপ্রমাণে এমনটাই পাওয়া গেছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বিগত ২৫/২৬ বছর আগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া […]

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]