পিরোজপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খালে : যানবহন চলাচল বন্ধ
স্থানীয়রা জানান, প্রায় ২০টন কয়লা নিয়ে ট্রাকটি পারাপারের সময় স্টিলের ব্রিজটি বিকট শব্দে ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই উপজেলার হাজারো চলাচলকারী। ইন্দুরকানী মালবাড়ির এ ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় দুর্বল হয়ে গেছে। ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতুটি ভেঙে পড়েছে। ব্রিজটিতে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। এ সড়কে আরও তিনটি এমন ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ আছে।
চন্ডিপুর এলাকার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ যানচলাযলে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। বিভিন্œ ইটের ভাটার জন্য প্রায় সময় ৫ টনের অধিক বা কয়েক গুন বেশি ওজন নিয়ে যানবহন চলাচল করতো। এই ট্রাকটিতে প্রায় ২০ টন কয়লা ছিলো। অধিক ওজনের ফলে ব্রিজটি ভিঙ্গে গেছে। এ বিষয়ে ট্র্াক মালিকের আইনের আওতায় আনা উচিত।স্থানীয় অটোরিক্সা চালক হাকিম শেখ জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে পিরোজপুর জেলা শহরের যাওয়া সন্যাসী এলাকার ও মোড়েলগঞ্জের মানুষের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি চলাচলের জন্য মেরামত করা হোক।চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। অতিদ্রুত ট্রাকটি উদ্ধার সহ বিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।