কচুয়ার রহিমানগরে বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি পথচারী ও মানুষদের চরম দুর্ভোগ

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর ) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে, সেইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া চাঁদপুরের কচুয়ায় পড়েছে এর প্রভাব, বৃষ্টির পানিতে কচুয়া -কালিয়া পাড়া সড়কের রহিমানগর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।  ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতে সড়কের দু’পাশে পানির নিচে তলিয়ে যায়। বৃষ্টি হলে সড়ক যেন পরিণত হয় নদীতে, জমে যায় হাঁটুসমান পানি।‌ এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়ছেন সবচেয়ে বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে তাদের এমন ভোগান্তি পোহাতে হয়। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সুব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
এ চিত্র কচুয়া -কালিয়া পাড়া সড়কের রহিমানগর দক্ষিণ বাজারের অংশ থেকে শাহারপাড় পর্যন্ত।
একটুখানি বৃষ্টিপাত হলেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী যানবাহন, স্কুল, কলেজের শিক্ষার্থীরা ও পথচারী সাধারণ মানুষ।
ওই এলাকার বাসিন্দারা বলেছেন,বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই রহিমানগর এলাকায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক পরিণত হয় নদীতে। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছি আমরা। সংস্কারের অভাবে কিছু কিছু জায়গায় নালাগুলোতে বন্ধ হয়ে গেছে। নানা কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসছে। এ ছাড়াও ভারী বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশের বাড়ি ও দোকানে ঢুকে পড়ছে। সঠিক পরিকল্পনা করে নালাগুলো পুনর্নির্মাণ করে কার্যকরী পদক্ষেপ নিতেও দাবি জানান তারা।
এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ির চালকরা বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। এতে আমাদের খুব ভোগান্তি পোহাতে হয়। বছরের পর বছর ধরে বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়াও রহিমানগরের ও হাট-বাজারগুলোর জলাবদ্ধতা তৈরি হয়। ফলে বিপাকে পড়েন মানুষ। বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়ে।  দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি আমরা।
এ বিষয়ে কচুয়া নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী মুঠোফোন জানান, অবৈধ দখলদারদের জন্য নালার পানি যেতে পারছে না। আমরা ইতিমধ্যে সাধারণ মানুষের জনদুর্ভোগ লাগবে ড্রেনেজ ব্যবস্থা নেয়া হয়েছে। খুব দ্রুত এর কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]

একই স্থানে তৃতীয় হত্যাকাণ্ড: আতঙ্কে সিরাজগঞ্জের শিয়ালকোলবাসী

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : রহস্যে ঘেরা মঞ্জু মিয়া হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ।ভোররাতের নিস্তব্ধতা ভেদ করে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের পাকা রাস্তার পাশে মিলল এক যুবকের নিথর দেহ। চারদিকে রক্তের দাগ, পাশে পড়ে আছে মোটরসাইকেলটি। নিহতের নাম মঞ্জু মিয়া (৩৮)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। বৃহস্পতিবার (৯ […]