নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টি পাথরের ১৮টি মূর্তি উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ:নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে ১৮টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৫ মে) (১৬ বিজিবির) অভিযানে প্রায় ১০৮.২২৫ কেজি ওজনের ৪টি ও ৫৪৬.৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম নির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম নেতৃত্বে ৩জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযান চালায়। বিজিবি ঘোষণা করেছে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো নওগাঁর বদলগাছী পাহাড়পুর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, রাখা হবে। ২৫ মে আনুষ্ঠানিকভাবে জাদুঘর,কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিজিবি বলেন,এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগন দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁয় প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পরে কিশোর নিখোঁজ

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি […]

ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ডে ওসি-সহ ৬ পুলিশ প্রত্যাহার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা পুলিশের দায়িত্ব অবহেলাতে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ পুলিশকে প্রত্যাহার করলো জেলা পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ ঘটনায় নতুন ভাবে […]