চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলস্টেশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ডাকে ট্রেন অবরোধ করেছে জেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারনে মল্লিকা কমিউটার ট্রেনটি ৩০ মিনিট লেটে ১০টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

সরাসরি আন্তঃনগর ট্রেন চালু না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন। ট্রেন অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জেলা জাময়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জে কাজীপুরে জামায়াতে ইসলামের গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধ: সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে প্রথম গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  ১৪ আগস্ট সকাল ১১ টায় এই মিছিলটি শুরু হয় সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা  জামায়াতে ইসলামের কার্যালয় মেঘাই মডেল মসজিদ থেকে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে  আলমপুর চৌরাস্তা সামনে এসে […]

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]