আখাউড়ায় রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি অরুণাভ পোদ্দার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তানিয়া আক্তার, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন কানু।

সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর সাহিত্য ও চেতনায় উদ্বুদ্ধ হতে পারলে নাগরিক জীবনের সংকট ও অন্ধকার কাটিয়ে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিকই নন, উপমহাদেশের কৃষকদের উন্নয়নে তাঁর চিন্তা-ভাবনা আজও প্রাসঙ্গিক।

আকছির এম. চৌধুরী চ্যারেটি ট্রাস্ট স্কুলের শিক্ষক তাসনিম জাহান তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শিউলী আক্তার। সভাপতিত্ব করেন রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক শিরীন আক্তার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার ২৩ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায়, সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ […]

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ভাবে থাকা রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এসে এলাকাবাসীর তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী দুই ট্রেন আটকে দেয়। বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর আখাউড়ার […]