সাভারে সাত হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের পৌরসভার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিচ ইয়াবাসহ মোঃ রবিউল ইসলামকে (২০) নামের এক জনকে গ্রেফতার করেন সাভার মডেল থানা পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিউল ইসলাম সাভার পৌরসভার অমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে এবং  পলাতক আসামী মোঃ রুস্তম (৩৭) একই এলাকার মকবুল হোসেনের ছেলে। সাভার থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রুস্তম আলী -এর বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে অবগত হলে তিনি  ফোর্সসহ মোঃ রুস্তম আলী এর বাড়ির সামনে  দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ রুস্তম আলী  (৩৭) একটি কৌটা ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আসামী রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার বায়ুরোধী জিপারযুক্ত ১৮টি প্যাকেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং পলাতক আসামী মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা ১৭ প্যাকেটের মধ্যে  ইয়াবা ট্যাবলেটসহ  ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা  সংগ্রহ করে সাভার আশুলিয়া নবিনগর পল্লিবিদ্যুত এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে।আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম এর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]