বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার জেরে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন অপহরনের শিকার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ফয়সাল রহমান সোহেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর সম্পদের হিসাব চাইতে গেলে সকল সম্পত্তি দখল করে ভোগ করতে গতবছরের ১৯ আগষ্ট আমাকে ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতন করেন আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান। এ ঘটনায় আমার সাবেক স্ত্রী মামলা করলে গত ১০ এপ্রিল আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তাদের লোকজন আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি আরও বলেন, আমার বাবার সকল সম্পত্তি আমাকে না দিয়ে সম্পূর্ণ ভোগদখল করে আছে ভাই ফয়েজ রহমান সুজন। আমাকে বঞ্চিত করার পর যেসব স্বজনরা আমাকে বুঝিয়ে দিতে বলছে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এরই ধারাবাহিকতায় আজকে (বৃহস্পতিবার) আদালতে শুনানি চলাকালীন সময়ে সেখানে আমাকে প্রবেশ করতে দেয়নি তাদের গুন্ডাবাহিনী।
ফয়সাল রহমান সোহেল বলেন, আজকে আদালত তাদের দুজনকে জামিন দিয়েছে। এমন অবস্থায় বর্তমানে আমি ও আমার মেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। এতে নিজেকে ও ছয় বছরের মেয়েকে নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। আমাদেরকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে ভাইয়ের গুন্ডাবাহিনী। এসময় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান ফয়সাল রহমান সোহেল৷

এর আগে গত ১০ এপ্রিল বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক সারমিন খাতুন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রধান আসামী ফয়েজ রহমানের আপন ছোট ভাই মো. ফয়সাল রহমান সোহেল (৪০) ও ভাতিজি মোসা. ফামিয়া খাতুনকে (০৬) অপহরণ করে নির্যাতনের মামলায় তাদেরকে কারাগারে পাঠায় আদালত। মামলার বাদি অপহরনের শিকার ফয়সাল রহমান সোহেলের সাবেক স্ত্রী সায়লা সারমিন শোভা। গত ২৮ আগষ্ট গোমস্তাপুর থানায় তাদের দুজনকে আসামী করে মেয়ে ও সাবেক স্বামী অপহরণ ও নির্যাতনের মামলা করেন তিনি৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কৃষকলীগ নেতার নেতৃত্বে দুই হাজার কলাগাছ কাটার অভিযোগ

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকলীগ নেতার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে দুই হাজার কলাগাছ কেটে প্রতিশোধ নেয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে দুই দিনে প্রায় ৫০০ ফলন থাকা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গোমস্তাপুর […]

চাঁপাইনবাবগঞ্জে সি-ভি-এ এর আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  বিশ্ব ভেটেরিনারি দিবস- ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের (সিভিএ) আয়োজনে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের খরিতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রায় ৩০০ গরু ও ছাগলের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, এপিটাইজার ও রুচি বর্ধক জাতীয় ওষুধ ফ্রি বিতরণ করা হয়। […]