ব্যক্তিগত দুরত্ব বজায় রেখে ভিজিভির চাল বিতরন
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি করোনা ভাইরাস যার ফলে সারা বিশ্বে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ তার সাথে হারিয়ে যাচ্ছে অনেক প্রাণ। আর এই করোনা ভাইরাস থেকে দেশকে সর্তক ও নিরাপদ রাখতে ভিবিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননৈএী শেখ হাসিনা। তার আদেশ মতে ১০ দিন করে বন্ধ ঘোষনা করা হয়ছে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল- কলেজ, মাদ্রসা ও সকল ধরনের অফিস সহ বাজার পাঠ। বিশেষ করে খোলা রাখা হয়েছে মুদি দোকান ও ফার্মেসী। তার নিয়ম অনুসারে সরকার ঘোষনা দিয়েছে বাজার পাঠে দুরত্ব জবায় রেখে চলাফেরা করার জন্য তার এই পদক্ষেপের মুল লক্ষ্য হল দেশের জনগনকে নিরাপদ রাখা। তার অনুসারে চট্রগ্রামের সন্দ্বীপের কালাপানিয়া ভোট অফিসে চলে ভিজিভির চাল বিতরন। দুরত্ব বজায় রেখে ভিজিভির চালের উদ্ভোধন করেন কালাপানিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু সাহেব। তিনি করোনা ভাইরাসের সব ধরনের সর্তক ও নিরাপদ সম্পর্কে জনগনকে সচেতন করেন তিনি নিজেও করোনা সম্পর্কে সচেতন থাকেন এবং তার ইউনিয়নের জনগনকে ও সর্তক করেন। ধন্যবাদ কালাপানিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়কে তার দায়িত্বশীল কর্মকান্ডের জন্য ।