রাবিতে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, দুই শিফটে অংশ নেবে ৩১ হাজার পরীক্ষার্থী!
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের আওতায় মানবিক অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য হাজারো শিক্ষার্থী আজ অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায়।
পরীক্ষা দুইটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, আর দ্বিতীয় শিফট হবে বিকেল ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত। প্রত্যেক শিফটে অংশ নিচ্ছেন ১৫,৭৯২ জন পরীক্ষার্থী। অর্থাৎ, মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৩১,৫৮৪ জন। এইবার রাবির ভর্তি পরিক্ষা দেশের মোট ৫টি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হবে।
এদিকে ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ১,৮৭২টি। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন প্রায় ৪৯ জন করে, যা স্পষ্টভাবে প্রতিযোগিতার তীব্রতাকে নির্দেশ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরীক্ষার সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার এবং স্বাস্থ্যবিধি ও পরীক্ষার নিয়মাবলী যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।