সদরপুরের ৩ ইট ভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার অনুমোদন বিহীন ভাবে দেদারচ্ছে তিনটি ইটভাটার মালিকরা অবৈধভাবে তাদের ইটভাটায় কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারি ভাবে ইটভাটার তালিকা যাচাই করা হলে সদরপুরের তিনটি ভাটার কোনো বৈধ কাগজপত্র না পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিক কে ১লাখ টাকা করে ৩লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আদালত চলাকালে ওই সব ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা  ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন।
জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে, আরএএস ও ফ্রেন্ডস ব্রিকস ফিল্ড  দু’টি ও এবিমএম নামের একটি ইট ভাটা কে জরিমানা দায়ের করেন জরিমানা দায়ের করেন সহকারী কমিশনার ভূমি। অভিযানে তিন ভাটা মালিক (প্রত্যেক) কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, লাইসেন্স না থাকার দায়ে প্রত্যেক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর(৪) ধারায় ১ লাখ টাকা করে ৩লক্ষ জরিমানা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত ভাটার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সদরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ইলিয়াছ মোল্যাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর […]

চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। আর সেই সহানুভূতিই পারে ফেরাতে তিন বছরের নিষ্পাপ শিশু আফজালের চোখের আলো। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীর হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ কাদিরের দুই সন্তানের একজন ছোট ছেলে আফজাল (৩)। জন্মের পর থেকেই […]