পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়কের আশেপাশের বস্তিবাসী দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে ‘টিম পাহাড়তলী’।
চট্টগ্রাম প্রতিনিধিঃ পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়কের আশেপাশের বস্তিবাসী দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে ‘টিম পাহাড়তলী’।

দুস্থদের মাঝে চাল ডাল বিতরণ করেছি আমরা। পাহাড়তলী থানা এলাকায় একেবারে দুস্থ বা একবেলা খাবারও জোগাড় করতে পারছে না এমন গরীব মানুষের খবর আমাদের জানান। সাথে সাথে ইনশা আল্লাহ পৌছে যাবে ‘টিম পাহাড়তলী’।
