চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র্যালি ও সমাবেশ
আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামলুক র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কচুয়া হাজীগঞ্জ গৌরিপুর সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় সমাবেশে মিলিত হয়।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ভাবে গনপ্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে। আমি প্রত্যেক জুমা মসজিদের ইমামকে বলবো অন্যান্য ধর্মীয় আলোচনার পাশাপাশি খুৎবায় নীর ও শিশু নির্যাতন বিষয়ে আলোচনায় করবেন এবং স্কুল ও কলেজের শিক্ষকদের বলবো আপনারাও শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এসময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ সহ আরো অনেকে।
এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি ও সমাবেশে জগতপুর একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আল হাসান নাহিদের নেতৃত্বে সংগঠনের সকল সদস্যসহ অংশগ্রহণ করে।
ছবি: কচুয়ায় বিশ্বরোড এলাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।