চালু হচ্ছে নতুন ট্রেন, যাত্রী সেবায় নতুন দিগন্ত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-
নরসিংদীবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে মহান স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ মার্চ ঢাকা-ভৈরব রুটে নরসিংদী কমিউটার নামে নতুন ট্রেন চালু করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের নতুন টাইম টেবিল-৫৪ মতে ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ৬.৪৫ মিনিটে ভৈরব থেকে ছেড়ে নরসিংদী হয়ে সকাল ৯.০৫ মিনিটে ঢাকা এসে পৌছোবে।
সোমবার (১৭ মার্চ) আন্ত:নগর রেক লিংক এবং কম্পোজিশন থেকে এ তথ্য জানা যায়।
রেল সূত্রে জানা যায়, টাইম টেবিল-৫৪ মতে নরসিংদী কমিউটার হবে আন্ত:নগর কমিউটার।
অন্যান্য আন্ত:নগর ট্রেনের মত সকল সুযোগ সুবিধা থাকছে এই ট্রেনে। এতে রয়েছে শোভন ৯টি, শোভন চেয়ার কোচ ২টি, ফাস্টক্লাস চেয়ার কোচ ২টি, পাওয়ারকার ১টি। এছাড়াও যাত্রী সেবায় যুক্ত করা হয়েছে ১টি খাবারের বগি ও গার্ড ব্রেক সহ মোট ১৬টি রেক। এই ১৬টি রেক নিয়ে নরসিংদী কমিউটার ট্রেন ঢাকা-ভৈরব-ঢাকা রোডে প্রতিদিন ৪ বার চলাচল করবে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নরসিংদী ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। আন্ত:নগর ট্রেনের আদলে এ ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে এবং
নরসিংদীবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে নরসিংদী কমিউটার ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রেন যাত্রীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]

ম্যানেজ করেই একাই একসঙ্গে পালন করছেন ৩ পদ

Share the post

Share the postআশিকুর রহমান (নরসিংদী) : কাজী মোঃ আব্দুল খালেক মিয়া। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার এমপিওভূক্ত  খৈনকুট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেই সঙ্গে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার হেড কাজী। আবার অন্য উপজেলা রায়পুরার মরজাল ইউনিয়নেরও ভারপ্রাপ্ত কাজীর দায়িত্বও পালন করছেন এই ব্যক্তি। আর এসব কিছুই করছেন ম্যানেজ করে। তার […]