চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর বাচ্চা প্রসবের সময় মৃত্যু । ধর্ষক গ্রেফতার
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার হয়ে বাক প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার (৪২)বাচ্চা প্রসবের সময় মৃত্যু হয়েছে ।
রবিবার সকাল বেলা উপজেলার আশ্রাফপুর গ্রামের নিজ বাড়িতে বাচ্চা প্রসবের পর অসুস্থ হয়ে পড়লে প্রতিবন্ধী ফাতেমা আক্তার(৪২) কে হাসপতালে নেওয়ার পথে মারা যান। ধর্ষিতার নবজাতক মেয়ে শিশু বাচ্চাটি জীবিত আছে।
এঘটনায় ধর্ষক উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান@ প্রদিপ(২০)কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
প্রতিবন্ধী নারী ফাতেমার বড় ভাই শেখ ফরিদ জানান, ২০২৪ সালের জুলাই মাসে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান@ প্রদিপ তার বসত বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভিতরে আমার বাক প্রতিবন্ধী বোন ফাতেমাকে ধর্ষন করলে ফাতেমা আক্তার গর্ভবতী হয়ে পড়ে।
এঘটনা বিভিন্ন মহলে জানাজানি হলে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এঘটনায় নারী প্রতিবন্ধীর ভাই শেখ ফরিদ বাদী হয়ে কচুয়া থানায় ৩ মার্চ সোমবার নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের পরে একই দিনে কচুয়া থানা পুলিশ ধর্ষক মেহেদী হাসান প্রদিপকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নারী প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে ৩ মার্চ মামলা দায়ের করলে ওইদিনেই অভিযুক্ত মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চাঁদপুর বিজ্ঞ আদালত প্রেরন করি।
ছবি কচুয়া থানায় ৩ মার্চ গ্রেফতারকৃত ধর্ষক মেহেদী হাসান প্রদিপ।