মির্জা তুষার আহমেদ,নওগাঁ: আগামী (১ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ এবং বৃহৎ পরিসরে আয়োজন করার কথা ছিল সারা দেশের ন্যায় নিয়ামতপুর উপজেলায়ও। কিন্তু দেশের এ দুর্যোগময় বন্যা পরিস্থিতির মধ্যে এই জমকালো আয়োজনের থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বিএনপি’র এ দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ এবং সম্মান জানিয়ে একত্বতা প্রকাশ করেছেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরী। সাবেক এই সংসদ সদস্যর সঙ্গে মুঠোফোনে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন,বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। বরং সীমিতভাবে কর্মসুচি পালিত হবে। এছাড়া একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে, যেখানে দেশের মানুষ ও ছাত্রজনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করা হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিনের পর এইবার অনেকটাই বৃহৎ পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত এবং আয়োজন শুরু করেছিলাম আমরা। যেখানে আমার সংসদীয় আসনের সর্বসাধারণ নেতাকর্মীরা নিজেরাই চাঁদা ভাঙ্গনের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হতো। সেই মাধ্যমেই আমার নিয়ামতপুরের আট্টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ইতিমধ্যে আমার কাছে অর্থ জমা দিয়েছে। পাশাপাশি বাকি ইউনিয়নগুলো কিছুদিনের মধ্যে জমা দিয়ে দিবে। আমি আশা করি শুধু নিয়ামতপুর থেকেই প্রায় ৩ লক্ষ টাকার মত অর্থ সংগ্রহ হবে। দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি পুরো অর্থটাই বন্যার্তদের জন্য পাঠিয়ে দেব ত্রাণ তহবিলে।