রাজধানীর শেরাটন হোটেলটি চুক্তি অনুযায়ী করার কথা ছিল ১৪ তলা কিন্তু চুক্তি ভঙ্গ করে করা হয়েছে 2৮ তলা

Share the post

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে ২৮ তলা হোটেল শেরাটন। সিটি করপোরেশনের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করলেও নেয়া হয়নি শাস্তিমূলক কোনো ব্যবস্থা। বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় ৬০০ ফুট উচ্চ ভবনটি বিমান উড্ডয়ন ও অবতরণকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে অভিযোগ সিভিল এভিয়েশনের।বনানী থেকে গুলশান-২ যাওয়ার পথে সিটি করপোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত ভবনটিই হোটেল শেরাটন।

 অভিযোগ আছে, মার্কেট ও আবাসিক মিলিয়ে সিটি করপোরেশনের সঙ্গে ১৪তলা ভবন নির্মাণের চুক্তি হয়। কিন্তু করপোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় দুধাপে ২৮ তলা পর্যন্ত পৌঁছে যায় শেরাটন কর্তৃপক্ষ। বাকি ১৪ তলা করতে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। ভবনটি নির্মাণকালে এ চুক্তি ভঙ্গ করলেও শাস্তিমূলক কোনো ব্যবস্থাই নেয়নি সিটি করপোরেশন।
 
শুধু এ বিষয়েই নয়, গেলো এক দশকে চুক্তি অনুযায়ী ১৪ তলা অংশে নিজেদের অংশের ৩০ শতাংশ মালিকানার ৫৫০ কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি করপোরেশন। চুক্তি ভেঙ্গে করা বাকি ১৪ তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। অথচ এগুলো নিয়ে যেন কোনো মাথাব্যথাই নেই সিটি করপোরেশনের। তাদের নেই কোনো অভিযোগ; নেই কোনো বক্তব্য।
 
শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, ২৮ তলা উচ্চ ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকে। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় ২০১ ফুটের চেয়ে বেশি উচ্চ ভবন নির্মাণের অনুমতি না থাকলেও কোনো কিছু তোয়াক্কা না করে হোটেল শেরাটন ভবন গিয়ে ঠেকেছে ৬০০ ফুটে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান সময় সংবাদকে বলেন,২০১ ফুট উচ্চতার বেশি যতটুকু করা হয়েছে, সেই ব্যাপারে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বলেছি। এ সংক্রান্ত একটা মামলাও আদালতে চলমান আছে।তিনি আরও বলেন, ‘যখন কোনো নির্মাণ কাজ হয়, তখন রাজউকের কাছ থেকে ছাড়পত্র নেয়া হয়। রাজউক তখন ওই জায়গার উচ্চতা কতটুকু হবে, সেটা আমাদের কাছে জানতে চায়। আমরা বলার পর, কেউ বেশি উচ্চতার ভবন করতে চাইলে রাজউক আইন অনুযায়ী সেটার ব্যবস্থা নেয়।’
 
তার বক্তব্য অনুযায়ী, রাজউকের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও সিটি করপোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই তার তোয়াক্কা পর্যন্ত করেনি।রাজউকের নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, যখন ভবনটি নির্মাণ করা হয়েছে, তখন রাজউকের কাছ থেকে অনুমোদন নেয়া হয়েছে কিনা, সেই বিষয়ে সিটি করপোরেশন ও হোটেল কর্তৃপক্ষকে আমরা পত্র দিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ লিখিতভাবে রাজউককে জানিয়েছে, ভবনটি সিটি করপোরেশনের অনুমোদিত, সিটি করপোরেশন তাদের ইজারা দিয়েছে।
তবে সব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও হোটেল কর্তৃপক্ষ লিখিত বক্তব্যটি খণ্ডনের চেষ্টা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]