

এম কে,কামরুল ইসলাম, নলছিটি ঝালকাঠি : নলছিটি নাচনমহল ইউনিয়ন পরিষদে রাজনৈতিক হ্মমতায়ন জেন্ডার মতবিনিময় ও আলোচনা সভা এই সভায় সভাপতি হলেনঃ ০৭ নং নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম আর উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান।
জেন্ডার ট্রেনিং অফিসার রুপান্তর বরিশাল ক্লাস্টার,সহায়ক আর উপস্থিত ছিলেন। দিপংকর মন্ডল
উপজেলা সমন্বয়কারী নলছিটি উপজেলা ।আর উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং সাধারণ জনগণ ।