মাদক-মুক্ত তারুণ্য সংগঠনের পক্ষ থেকে লেখা আহ্বান ফ্ররম প্রদান কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি) :মাদক বিরোধী চেতনায় এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগনের অন্তরে । মাদক কে করবো ক্ষয় জীবনকে করবো জয় এই চেতনায় এগিয়ে যাচ্ছে মাদক-মুক্ত তারুণ্য সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মাদক মুক্ত সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় মাদক বিরোধী কবিতা, প্রতিবেদন ও প্রবন্ধ আর এসব লেখার জন্য সন্দ্বীপে সকল স্কুল ও কলেজে দেওয়া হয় লেখা আহ্বান ফ্ররম। তার নিয়ম অনুসারে আমাদের মাদক-মুক্ত তারুণ্য সংগঠনের সদস্য ফায়েল মাহামুদ লেখা আহ্বান ফ্ররম প্রদান করেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের, সহকারি শিক্ষক মিলাদুর নবী, শরফুর আজাদ শিবলু,কবির আহম্মেদ স্যার প্রিয় শিক্ষক দের কে ধন্যবাদ জানাই মাদক বিরোধী চেতনায় কাজ করার জন্য এবং আমাদের মাদক-মুক্ত তারুণ্য সংগঠনের পক্ষে থাকার জন্য ইনশাআল্লাহ এভাবে ছড়িয়ে যাবে মাদক বিরোধী চেতনা বাংলার সর্বস্তরের জনগনের অন্তরে