বারহাট্টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বারহাট্টা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও সাংবাদিকরা।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) সানজিদা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম,বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সানজিদা চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রেষ্ঠ সন্তানদের এবং একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ বছর ধরে বয়ে চলেছে আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত শোকাবহ দিন।
এ উপলক্ষে বারহাট্টা উপজেলা হল রুমে মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় শর্মা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলায়মান খান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, সাবেক ডিএডি নুর উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল,মনোয়ার সুলতান প্রমূখ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টাকায় মেলে প্রসূতি রোগীর সেবা: প্রভাব খাটিয়ে ২৬ বছরে অন্যের পদে কুসুম রানী পাইক ॥ ২ কোটি ৩৪ লাখ টাকা বাণিজ্য

Share the post

Share the postকবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাব খাটিয়ে অন্যের বাগিয়ে নিয়ে বাণিজ্যের। আখড়া বানানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক। গত সোমবার এক ভুক্তভোগী নারীর তথ্যপ্রমাণে এমনটাই পাওয়া গেছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বিগত ২৫/২৬ বছর আগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া […]

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]