নেপালে বাস খাদে পড়ে নিহত ২৮
নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত ১৫ জন। দেশটির পশ্চিমাঞ্চলের মুগু জেলায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নেপালগঞ্জ শহর থেকে বাসটি যাত্রা শুরু করে যাচ্ছিলো মুগু জেলায়। সেখানে বাসটি উল্টে গেলে হতাহত হন তারা।
দুর্ঘটনার কারণ জানা না গেলেও, বাসটির ব্রেক অচল হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে মোট কতো যাত্রী ছিলেন তা জানা যায়নি। উদ্ধারকাজ শেষ হলে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
নেপালের ইংরেজি নিউজ পোর্টাল মাই রিপাবলিকা জানিয়েছে, নেপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে মুগু জেলার গামগাধি এলাকায় যাওয়ার পথে পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই বাসের ব্রেক কাজ করছিল না বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে। ওই বাসের যাত্রীদের মধ্যে অনেকেই নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দাশাইন (দুর্গার অবতার) উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনায় অন্তত ২৪ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।