শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

Share the post

করোনা সংক্রমণ যাতে না বাড়ে সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বার্তা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বসাধারণকে অযথা ভিড় বা জটলা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের সব প্রবেশমুখ ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবেন। যে সব প্রতিষ্ঠানে কেবল একটি প্রবেশমুখ রয়েছে সে সব প্রতিষ্ঠানে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করবেন। প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত দেহের তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, ওয়াশরুম, বারান্দা, সিঁড়ি, ছাদ ও আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিতকরণে সঠিকভাবে মাস্ক পরিধান ও সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আইসোলেশন ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ভ্রাম্যমাণ দোকান বসানো যাবে না। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ ধরনের ভ্রাম্যমাণ দোকান থেকে খাবার বা অন্য কোনো সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে। সবাইকে মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আদেশ ভঙ্গকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]