পরী জানালেন হাতে লেখা সেই বার্তার রহস্য
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে সদ্য মুক্ত হয়ে হাত উঁচিয়ে উপস্থিত লোকজনকে একটি লেখা প্রদর্শন করেন চিত্রনায়িকা পরীমণি। যাতে ইংরেজিতে লেখা ছিলো- ‘ডোন্ট লাভ মি বিচ’!। এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যের সৃষ্টি হয় যে ওই লেখাটি তিনি কাকে বা কাদের উদ্দেশ্যে লেখেছেন।
এবিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমণি নিজেই। তাকে প্রশ্ন করা হয়- হাতে মেহেদি দিয়ে যে বার্তা লিখছেন সেটা মূলত কাদের উদ্দেশ্যে? জবাবে তিনি বলেন, এটা আসলে সকল বিচদের জন্যই। যারা উপরে উপরে আমাকে ভালোবাসা দেখায়। এরা এখন আবার আমার কাছে আসবে। আমারা চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসে দেখাবে। তাদের উদ্দেশ্যেই এ বার্তা।বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন পরীমণি।কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীকে। পরীমণি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেতে দেখা যায়।