নীলফামারী ডিমলায় আর্থিক অনুদানের চেক বিতরণ।

Share the post

মাইনুল হক, রংপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নদীভাঙ্গনে ভিটামাটিহীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এককালীন সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৪০০(চার হাজার) টাকা করে মোট ১৪ (চৌদ্দ লক্ষ) টাকার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ১১৭টি, খালিশা চাপানী ইউনিয়নের ২২টি এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৮৮টি পরিবারের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।

বুধবার (১৬ জুন) তিস্তা ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেব বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ময়নুল হক, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কানন সরকার, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক আকতারুজ্জামান আকুল চৌধুরী, তিস্তা ডিগ্রী কলেজে অধ্যক্ষ সৈয়দ আলী গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন সরকার, খালিশা যুবলীগের আহবায়ক রশিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতির রাকিবুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ কে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে যে নাম লেখিয়েছেন তা আজীবন জাতি মনে রাখবেন। তাঁর উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।ইতিমধ্যে আপনারা যেনেছেন এখানে একটি মজিব কেল্লা সহ বেশ কিছু রাস্তা পাকা করণ হচ্ছে। পরিশেষে এই করোনা ভাইরাস সংক্রমণের প্রার্দূভাব এড়াতে সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন এর সঙ্গে একাত্বতা প্রকাশ করার আহবান জানান এবং এবারের বাজেটের সুফল আপনাদের দোরগড়ায় পৌঁছে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুগার্পুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. […]

উপজেলা থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুগার্পুর মানববন্ধন

Share the post

Share the postদুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক […]