আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
আল হাবিব সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো:মতিন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে অভিযুক্ত আব্দুল মতিনকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে আজ সোমবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়।দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলারএজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মে) দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মোঃ বাবুল বেগের ছেলে মোঃ আব্দুল মতিন (৪০)। এই ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২। মামলার পরিপ্রেক্ষিতে আসামী আব্দুল মতিনকে গতকাল রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছি।