কারাগারে লেখক মুশতাক আহমেদ কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন
আল হাবিব,সুনামগঞ্জ: কারাগারে লেখক মুশতাক আহমেদ কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রয়ারি) দুপুরে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত প্রফেসার চিত্র রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা উদিচির সভাপতি শীলা রায়,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড.এনাম আহমদ,নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু তাহের প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, কারাগারে লেখক মুশতাক আহমেদ স্বাভাবিক মৃত্যু বরণ করেননি উনাকে হত্যা করা হয়েছে। আমরা চাই সুষ্ট তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।