আশুলিয়া রুবেল মন্ডল হত্যার প্রধান আসামী সহ গ্রেফতার -২

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মাস্টারমাইন্ড আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।
শনিবার(১০মে)সকালে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে জেল হাজতে প্রেরন করা হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসামীদের গ্রেফতারের তথ্য জানান।
র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করা হয়।নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন।  বেশকিছু দিন ধরে গ্রেফতারকৃত আমজাত মন্ডল গংদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৭মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ শ্রমিক দলের

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা,গফুর মন্ডল স্কুল, মোল্লাবাড়ী ও বটতলা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এরআগেও জনসাধারনকে সচেতন করতে কয়েকবার লিফলেট বিতরণ করেন সংগঠনটির […]

আশুলিয়ায় ‘পবিত্র’ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত

Share the post

Share the postমো: শাকিল শেখ সাভার প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে সাভারের আশুলিয়ায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে ঈদে মিলাদুন্নবীর দোয়া করা হয়। শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে […]