১৭ হাজার কোটি টাকায় ১১কিঃমিঃ ভোলা-বরিশাল সেতু

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধিঃ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকারী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, “এই সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের অনেকগুলো সমস্যার সমাধান হবে।”
সেতু পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “সেতুটির দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার। সেতুটি বহুমুখী সেতুতে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব নিয়েছি। সেতুটির সম্ভাব্য ব্যয় সতেরো হাজার কোটি টাকা।”
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান।
সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
বক্তারা সভায় বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।
তারা আশা প্রকাশ করেন, সেতুটি নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করা ছাত্রজনতা ও সাধারণ মানুষ সেতুর দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর […]

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]